জুমবাংলা ডেস্ক : ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ও রবিবার দিনের বেলায় অভিযান চালিয়ে ১৫ আসামিকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম (৬৫), ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. আবুল কালাম (৫০), লেমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আহাম্মেদ আনসারী (৫২), ফাজিলপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল খায়ের (৬৭), পাঁচগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহাম্মদ (৪৫), মোটবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল করিম (৫২), ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বিপ্লব পাটোয়ারী (৪৫), ফেনী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জোবায়ের হোসেন মাহিম, পাঁচগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শরিয়ত উল্যাহ জুয়েল (৩৫), পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মোতালেব প্রকাশ সাকিব (২০), পরশুরাম পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান (২০), পরশুরাম শ্রমিক লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম প্রকাশ কালা মিয়া (৪৮), সদর উপজেলার ফাজিলপুর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন (৩৯), ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস মুন্সি (৩৫) ও জিয়াউল হক রিপন (৪৫)।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, যেকোনো ধরনের অপরাধীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।