বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত অন্যতম জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। প্রয়াত কলকাতার খ্যাতিমান পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত এই সিনেমাটি প্রথমবার ১৯৯৮ সালে চ্যানেল আই-তে প্রিমিয়ার হয়। এরপর দর্শকদের বিপুল আগ্রহে এটি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় এবং মুক্তির পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিনেমার গল্প, সংলাপ, অভিনয় ও গান—সব মিলিয়ে দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। বিশেষ করে এর গানগুলো দুই বাংলার দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তরুণদের মধ্যে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে।
এই সিনেমার মাধ্যমেই নায়ক ফেরদৌস আহমেদ প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনি প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সেরা অভিনেতা হিসেবে।
আজও ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা নব্বই দশকের রোমান্টিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফেরদৌসের পাশাপাশি কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী হয়ে উঠেছিলেন দুই বাংলার সিনেমাপ্রেমীদের হৃদয়ের নায়িকা। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী এই ছবির গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করেন।
২৭ বছর পর এই সিনেমার সিকুয়েল আসছে—নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আজ সোমবার ঢাকার উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিনেমাটির শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
নতুন সিনেমাটি বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম যৌথভাবে প্রযোজনা করছে। পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান।
সিনেমাটিতে থাকবেন অভিজ্ঞ অভিনেতা আজাদ আবুল কালাম, ফারজানা ছবি এবং আরও বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। এছাড়া কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একঝাঁক নতুন মুখ। তাদের নাম ও পরিচয় আজকের মহরত অনুষ্ঠানে প্রকাশ করা হবে।
তবে নিশ্চিত হওয়া গেছে, নতুন সিনেমায় থাকছেন না ‘হঠাৎ বৃষ্টি’র মূল নায়ক ফেরদৌস আহমেদ ও নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী। এমনকি গান নিয়ে প্রশ্ন উঠলে ইমপ্রেস টেলিফিল্ম জানায়, নচিকেতার গান থাকবে কিনা, সেটিও এখনও চূড়ান্ত নয়।
পুরোনো আবেগ ও স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে নতুনভাবে উপস্থাপন করতেই ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার যাত্রা শুরু হয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.