জুমবাংলা ডেস্ক : অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভোট দেন এই অভিনেতা।
এর আগে রোববার সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ফেরদৌস। ওই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সময় ফেরদৌস বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভোট দিতে এসেছিলেন। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়ে গেলেন।
তিনি আরও বলেন, আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব দশে দশ। ১০-এ দুই তো পেয়ে গেলাম। বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ভোট দিতে যাবে। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।