বিনোদন ডেস্ক : বরেন্য চিত্রপরিচালক ছটকু আহমেদ। একসময় নিয়মিত ছিলেন চলচ্চিত্র নির্মাণে। তবে এখন্যে বিরতি দিয়ে নির্মাণ করছেন ছবি। কিছুদিন আগে ‘আহারে জীবন’নামে একটি সিনেমা নির্মাণ করেছেন।
সেটি আছে মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ছটকু আহমেদ। নতুন এ সিনেমার নাম ‘জুলি’। শুধু পরিচালনাই নয়, ছবিটির চিত্রনাট্য তার।
তবে মজার তথ্য হলো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার প্রথম কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি। ‘জুলি’ সিনেমায় অভিনেতা রিয়াজের অভিনয়ের খবরটি এখন পর্যন্ত সত্য নয় বলে অভিনেতা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন।
সিনেমায় শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন নির্মাতা।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শেষের দিকে অথবা মার্চে শুরু হবে শুটিং। সিনেমার নাম ভূমিকা অর্থাৎ জুলি চরিত্রে অভিনয় করবেন রাফিদা। তার মায়ের ভূমিকায় থাকবেন জ্যোতিকা জ্যোতি। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠাকি ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। এটি প্রযোজনা করেছে আশীবার্দ চলচ্চিত্র।
এর আগে আশীর্বাদ চলচ্চিত্র থেকে বড় বাজেটের অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার পেয়েছেন দর্শক।
এ বিষয়ে ছটকু আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবিটির প্রধান চরিত্র জুলি। তাকে ঘিরেই এগিয়েছে গল্প। তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। আপাতত এতটুকুই জানাতে পারি। এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কথা চুড়ান্ত হয়েছে।’
গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে জুলি সিনেমায় রিয়াজ-ফেরদৌস একসাথে অভিনয় করবেন বলে যে খবর প্রচার করা হচ্ছে; তা সঠিক নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।