বিনোদন ডেস্ক : তরুণ নায়কেরা একসময় বয়স্ক হয়ে যান। তখন আর তাদের নায়ক হিসেবে পর্দায় দেখা যায় না। অভিনয় করেন বাবা-চাচা কিংবা ভাইয়ের চরিত্রে।
তবে কখনও বাবা-চাচার চরিত্রে অভিনয় করবেন না বলে জানালেন ফেরদৌস আহমেদ। আজীবন নায়ক হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফেরদৌসের কথায়, ‘আমি আগেই ঠিক করে রেখেছি কখনও বাবার চরিত্র করব না। হিরো হয়ে অবসরে (রিটায়ারমেন্ট) যাব। সবসময় হিরো হয়ে থাকতে চাই।’
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ (কলাবাগান, হাজারীবাগ, ধানমন্ডি, নিউমার্কেট) আসনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস।
আগামী ৭ জানুয়ারি নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন ফেরদৌস। শুরু করেছেন গণসংযোগ। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, সকলের সমর্থনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
নির্বাচিত হলে শিল্প-সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কাজ করবেন বলে জানালেন ফেরদৌস। এ ছাড়া চলচ্চিত্র শিল্পের অস্থিরতা দূর করতে কাজ করবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।