বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বৈদ্যুতিক গাড়ি তৈরির খাতায় নাম লেখাতে যাচ্ছে ইতালির অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি। ইতোমধ্যেই ইতালির মোদেনা প্রদেশের মারানেলোতে নতুন কারখানাও তৈরি করছে তারা। প্রতিষ্ঠানটির তৈরি প্রথম স্পোর্টস কারটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৩০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (২০ জুন) ফেরারি একটি নতুন প্রথম প্লাগ-ইন হাইব্রিড কার উন্মোচন করেছে। ফেরারির চিফ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অফিসার এনরিকো গ্যালিয়ারা জানিয়েছেন, তারা একটি নতুন সেগমেন্ট তৈরি করেছে। ড্রাইভিংয়ে ‘আনন্দের শিখরে’ পৌঁছাতে গাড়িটি ডিজাইন করা হয়েছে। তারা আশা করছে, যারা ফেরারি চালান না তাদেরও নতুন এই গাড়িটি আকৃষ্ট করবে।
তবে প্রতিষ্ঠানটির তৈরি বৈদ্যুতিক গাড়ির সম্ভাব্য দাম শুনলে অনেকের চোখ রীতিমতো কপালে উঠবে। ইতালির অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়িটির দাম পড়বে সর্বনিম্ন ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)।
নিজেদের অবস্থান ধরে বর্তমান সময়ে টেসলা, বিওয়াইডিসহ বিভিন্ন ব্র্যান্ড প্রতি সপ্তাহেই বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের গাড়ির দাম কমানোর ঘোষণা দিচ্ছে। সেখানে ফেরারির এই গাড়ি ভবিষ্যতে কেমন চমক দেখাবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে বাজারবিশ্লেষকদের মধ্যে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।