সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : কানাডার মন্ট্রিয়াল ও টরোন্টোতে ফোবানা সম্মেলনে কনসার্ট শেষে দেশে ফিরেই ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠের খেলা শুরু করার ঘোষণা দিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন মমতাজ বেগম।
মমতাজ বেগম ফেসবুকে লেখেন, কানাডার মন্ট্রিয়াল, টরোন্টো আয়োজিত ৩৭ তম ফোবানা সম্মেলন এ কনসার্টে অংশ নিয়ে দেশে এসেই আবার ভারত গিয়ে সবকিছু আল্লাহর রহমতে চমৎকার ভাবে শেষ করে এই বৎসরের মতো উড়াউড়ি শেষ করলাম। আমার কনসার্ট এবং ব্যক্তিগত কাজে যারা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং যারা দুরে থেকেও আমার জন্য দোয়া করেন তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।আমার প্রাণের নেতাকর্মী ও প্রিয় এলাকা বাসি আগের মত সবাই রেডি হয়ে যান আগামি কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।
ভক্ত-সমর্থক ও নেতাকর্মীদের মনোবল চাঙা করতেই মমতাজ বেগম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন বলে জানা গেছে। তার স্ট্যাটাসকে ঘিরে দোয়া ও শুভকামনা জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন নেটিজেনরা। তবে কমেন্টে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নানা অভিযোগ তুলেছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। তবে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি।
এদিকে, স্থানীয় একাধিক নেতার দরীয় মনোনয়ন চাওয়া নিয়ে বেশ বিপাকে রয়েছেন মমতাজ বেগম। আওয়ামী লীগের এই সংসদ সদস্য কোনো কর্মসূচি দিলে সেখানে দলীয় নেতাকর্মীর উপস্থিতি খুবই কম হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। তার প্রতিদ্বন্দি একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মতবিনিময়সভা আহ্বান করলে সেখানে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে বিপাকে থাকলেও আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মমতাজ বেগম। একই সাথে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কনসার্টে অংশগ্রহণ করছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।