Advertisement
আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফার) সদ্য প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দল তিন ধাপ এগিয়ে উঠেছে ১৮০ নম্বরে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে প্রকাশিত এই তালিকায় দেখা যায়, গত নয় বছরের মধ্যে এটিই বাংলাদেশের সেরা অবস্থান। ২০১৬ সালের মার্চে দলটি সর্বশেষ ১৭৭ নম্বরে ছিল, পরে তা নেমে যায় ১৮৮-তে।
নতুন র্যাঙ্কিংয়ে অগ্রগতির মূল কারণ পয়েন্ট বৃদ্ধি। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, যা বেড়ে দাঁড়িয়েছে ৯১১। অন্যদিকে বাংলাদেশে কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮। ফলে দলটি র্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে।
র্যাঙ্কিংয়ের প্রথম চারটি স্থানে যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



