স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া দূরত্বে গিয়েও স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। স্বপ্ন ভেঙেছে আরও অনেকের। ফেবারিট তকমা নিয়ে আসা বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। মরক্কো একের পর এক অঘটন উপহার দিয়েছে। ব্রাজিল নামের প্রতি সুবিধার করতে পারেনি। সৌদির কাছে হেরে আসর শুরু হয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
ইতিহাসের সেরা খ্যাত এবং রোমাঞ্চিত ওই কাতার বিশ্বকাপের সেরা পাঁচ ম্যাচের তালিকা করেছে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম এসবিএস। যদিও সেরার প্রশ্নে ভিন্নমত থাকতে পারে।
জার্মানি ১-২ জাপান: ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল জার্মানি। ১২ মিনিটে গোল করেন গুন্ডোগান। দ্বিতীয় লিডের জন্য একের পর এক আক্রমণ তোলে চারবারের চ্যাম্পিয়নরা। ৭৫ ও ৮৩ মিনিটের গোলে জয় তুলে নেয় জাপান। অথচ গোলমুখে ২৬টি আক্রমণ ও গোলের লক্ষ্যে নয় শট নিয়েও জাপানের গোলরক্ষক গুন্ডাকে ফাঁকি দিতে পারেনি জার্মানি। আর্জেন্টিনা ও সৌদির ম্যাচটিও ছিল একইরকম।
পর্তুগাল ৩-২ ঘানা: ম্যাচের প্রথমার্ধে কোন গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে দুই দল দিয়েছে পাঁচ গোল। আরও নির্দিষ্ট করে বললে শেষ ২৫ মিনিটে হয়েছে পাঁচ গোল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েন। ৭৩ মিনিটে গোল শোধ করে ঘানা। এরপর ৭৫ ও ৮০ মিনিটে ৩-১ গোলের লিড নেয় পর্তুগাল। ৮৯ মিনিটে গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে ঘানা। তবে সমতায় ফিরতে পারেনি।
সার্বিয়া ৩-৩ ক্যামেরুন: গ্রপ পর্বে সুইসদের বিপক্ষে ক্যামেরুন এবং ব্রাজিলের বিপক্ষে সার্বিয়া হারায় তারা বাঁচা-মরার লড়াইয়ে নামে। সেখানে শুরু হয় গোলের লড়াই। ক্যামেরুন ২৯ মিনিটে লিড নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ২-১ গোলে এগিয়ে যায় সার্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩-১ করে সার্বিয়ানরা। ক্যামেরুন ৬৬ ও ৬৯ মিনিটে দারুণ গোল করে সমতায় ফেরে। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করেও পারেনি।
আর্জেন্টিনা ২-২ নেদারল্যান্ডস: প্রথমার্ধে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। মেসিরা দুই গোলে লিড নেন। এরপর দ্বিতীয়ার্ধে দুই গোল করে সমতায় ফেরে ডাচরা। এর মধ্যে সমতাসূচক গোলটি ছিল শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে। অতিরিক্ত সময়েও গোলের লড়াই চলে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নেন মেসিরা।
আর্জেন্টিনা ৩-৩ ফ্রান্স: বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল মনে করা হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচটি। এমন গোলের লড়াই, এমন রোমাঞ্চ ছড়ানো ম্যাচ পূর্বে দেখা যায়নি। প্রথমার্ধে ফ্রান্সকে কোন সুযোগই দেয়নি আর্জেন্টিনা। লিড নেয় ২-০ গোলে। এমবাপ্পে ৮০ ও ৮১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে মেসি দলকে ৩-২ গোলে এগিয়ে নেন। এমবাপ্পের হ্যাটট্রিকে আবার সমতায় ফেরে ফ্রান্স। শেষ পর্যন্ত টাইব্রেকারে বিশ্বকাপ জিতেছেন মেসিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।