ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রাফার গান

rafa

স্পোর্টস ডেস্ক : ফিফা ওয়ার্ল্ডকাপের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদোর একটি রিলস তৈরি করা হয়েছে। আর রিলসে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’ জুড়ে দেওয়া হয়েছে।

rafa

রিলসটি রাফা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’

ফিফার ফেসবুকে বাংলাদেশি ব্যান্ডের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। এ পর্যন্ত রিলসটিতে রিঅ্যাক্ট পড়েছে ৬৭ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৩ হাজারের বেশি।

আসিফ রাহাত নামে একজন লেখেন, ‘আমরা গর্বিত ভাই।’ মোহাম্মদ মনির লেখেন, ‘হঠাৎ গানটি শুনে হতবাক হয়েছি।’ ধন্যবাদ জানিয়ে তোহা লেখেন, ‘ধন্যবাদ আমাদের ভাষায় এত সুন্দর একটা কাস্টম পোস্ট করার জন্য।’

‘দেবদাস’ এর গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন সুন্দরী যুবতী

রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে। এর আগে চিরকুটের ‘জাদুর শহর’ গানটিও পোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ডকাপ।