দলে নেই মিরাজ, অভিষেক হৃদয়ের

অভিষেক হৃদয়ের

বিনোদন ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।

অভিষেক হৃদয়ের

এই ম্যাচে দলে নেই অলরাউন্ডার মেহেদী মিরাজ। ম্যাচের আগের দিন শুক্রবার (১৭ মার্চ) অনুশীলনের আগে দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলতে গিয়ে চোট পান মিরাজ। পেসার হাসান মাহমুদের নেওয়া শট মুখে এসে লাগে মিরাজের। বল মুখে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। এরপর সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে।

অন্যদিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়ের। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে ডাক পান বগুড়ার এই ক্রিকেটার। ওয়ানডেতে সুযোগ না পেলেও টি-টোয়েন্টিতে অভিষেক হয় হৃদয়ের। এবার ওয়ানডেতে অভিষেক হলো এই তরুণ ক্রিকেটারের।

অন্তর্বাস ছাড়াই করতে হবে শুটিং, প্রিয়াঙ্কাকে বাঁচাতে যা করেছিলেন সালমান

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।