বিনোদন ডেস্ক : কুয়াশা মাখা শীতে উষ্ণতা ছড়াল হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’-এর দ্বিতীয় গান। ইউটিউবে মুক্তি পাওয়ার পরপরই গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে।
‘ইশক জ্যায়সা কুচ’ শিরোনামের এই গান টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে শুক্রবার (২২ ডিসেম্বর)।
শুধু যে গান তা নয়, সমুদ্র পাড়ের বালিতে হৃতিক-দীপিকার রোমান্স এরই মধ্যে উষ্ণতা ছড়াচ্ছে দর্শকদের মাঝে।
ভিডিওতে রূপের সাথে এবার বোল্ড ফিটনেস দেখালেন হৃতিক-দীপিকা জুটি। তাদের ফিটনেস ভক্তদের মনে করে দিয়েছে দীপিকার‘পাঠান’ সিনেমার ‘বেশরম’ গান আর হৃতিকের ‘ঘুঙরু টুট গায়ে’ গানের স্মৃতি।
বিশাল-শেখরের সঙ্গীত পরিচালনায় ‘ইশক জ্যায়সা কুছ’ গানটি গেয়েছেন বিশাল, শেখর, শিল্পা রাও। গানটি লিখেছেন কুমার।
অ্যাকশন ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে হৃতিক-দীপিকাকে। সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে বলিউডের বিগ বাজেটের এ সিনেমা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।