আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব জানিয়েছে, এ বছর ১০ লাখ মানুষ হজ পালনের অনুমতি পাবে। তবে এজন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে দেশটি।
এদিকে, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদে দু’জন হাজির মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর খালিজ টাইমসের।
ভিডিওতে দেখা যায়, দু’জন হাজি মারামারি করছেন। আর তাদের থামানোর চেষ্টা করছেন অন্য হাজিরা।
এক টুইট বার্তায় সৌদি আরবের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মারামারির ঘটনায় কেউ আহত হয়নি। আর ওই দুই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই পবিত্র মসজিদে প্রার্থনা এবং আল্লাহর ইবাদত করার সময় এবং হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে সবাইকে শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছে বিশেষ বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।