আন্তর্জাতিক ডেস্ক : এক তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির হয়েছে। একপর্যায়ে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তাঁদের থামাতে গিয়ে আরও একজন গুরতর আহত হয়েছেন।
গত শনিবার রাতে ভারতের উত্তর-পশ্চিম দিল্লির ভালসওয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হিমাংশু নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে আরও দুজনকে আহত অবস্থায় বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর দুজনের মধ্যে আজাদ নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বীরেন্দর নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
বীরেন্দর নিহত আজাদের বড় ভাই। বীরেন্দর পুলিশকে জানিয়েছেন, তাঁর ছোট ভাই আজাদ ও হেমু নামের একজন একই তরুণীর সঙ্গে কথা বলতেন। এ নিয়ে গত শনিবার উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। এ সময় আজাদ হেমুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে হেমু তাঁর ভাই হিমাংশুসহ আরও কয়েকজনকে নিয়ে আজাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে হিমাংশু ও আজাদ গুরুতর আহত হন এবং দুজনই মারা যান। তাঁদের থামানোর চেষ্টা করতে গিয়ে বীরেন্দ্ররও আহত হন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।