বিনোদন ডেস্ক : নতুন বছরে যে কয়টি চলচ্চিত্র দর্শকদের কাছে প্রত্যাশিত তাদের মধ্যে ‘ফাইটার’ অন্যতম। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। ‘ফাইটার’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। তবে মুক্তির প্রথম দিন প্রত্যাশা অনুযায়ী সেভাবে আয় করতে পারেনি ফাইটার।
মাত্র ২২.৫০ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করে বক্স অফিসে। তবে দ্বিতীয় দিনে ঘুরেছে আয়ের চাকা। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সিনেমাটির আয় অনেকটাই বেড়েছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, বক্স অফিসে দ্বিতীয় দিন ৩৯ কোটি রুপি আয় করেছে ফাইটার।
ভারতীয় বক্স অফিসে দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬১.৫০ কোটি রুপি। আজ শনি ও কাল রবি, ছুটির এই দুই দিনে আয় যে বাড়বে তা বলাই বাহুল্য। ফলে প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১০০ কোটির গণ্ডি পার হবে বলেই ধারনা করা হচ্ছে। ভারতীয় বক্স অফিসে ঢিলেঢালা শুরুর পাশাপাশি বিদেশেও বেশ কিছু জায়গায় নিষিদ্ধ রয়েছে ফাইটার।
টিকিট বুকিং বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাতেও। তাই নির্মাতারা একটু দুশ্চিন্তার মাঝেই রয়েছেন সিনেমাটি ঘিরে। গত বছর ঠিক একই দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। একই পরিচালকের ফাইটার বিরাট তারকাবহর নিয়েও মুক্তির প্রথম দিন পাঠানের অর্ধেকও আয় করতে পারেনি।
২০০৪ সালের ‘বাচনা অ্যায় হাসিনো’ এবং ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর সিদ্ধার্থ আনন্দের সঙ্গে দীপিকার তৃতীয় চলচ্চিত্র এটি।
হৃতিক রোশনের সঙ্গেও সিদ্ধার্থ আনন্দের এটি তৃতীয় সিনেমা। তাদের প্রথম সিনেমা ‘ব্যাং ব্যাং’ যা বিশ্বব্যাপী ৩৪০ কোটি আয় করেছিল। দ্বিতীয় সিনেমা ‘ওয়ার’ যা ৪৭১ কোটি আয় করেছিল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে হৃতিক ও দীপিকার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।