যৌন নিপীড়নের অভিযোগ ভারতীয় ফুটবলে তোলপাড়

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলে নতুন কেলেঙ্কারির সূচনা করলেন মিনার্ভা পাঞ্জাব এফসির সাবেক মালিক রঞ্জিত বাজাজ। তিনি এবার ফেডারেশন সচিব কুশল দাসের বিরুদ্ধে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ এনেছেন। যা নিয়ে ভারতীয় ফুটবলে তোলপাড় শুরু হয়েছে। তার দাবি, ভারতের জাতীয় ফুটবল সংস্থার দপ্তরে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

সভাপতি প্রফুল্ল প্যাটেল সেই অভিযোগ ধামাচাপা দেন।

কুশল দাসের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে ভারতের গণমাধ্যমকে রঞ্জিত বাজাজ বলেন, ‘ফেডারেশনের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। তবে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ আছে। উনি আদালতে যেতে পারেন। সেখানে ভুল প্রমাণ করুন এই অভিযোগ। ফেডারেশনের পিআর মেশিনারি বাদ দিয়ে ব্যক্তিগতভাবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিন।

যদিও কুশল দাস এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এমন অভিযোগ খতিয়ে দেখার জন্য ফেডারেশনে নারী সেল আছে। গত ১০ বছরে এমন কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ওমেন্স সেলকে এই বিষয়ে খতিয়ে দেখতে দেওয়া হোক। তারপর আমি মন্তব্য করব। কার্যকরী কমিটির এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এমন বিপদে ভারতীয় ফুটবল ফেডারেশনকেক পাশে পেয়েছেন কুশল দাস। এক বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সমস্ত অভিযোগ ভ্রান্ত এবং কল্পনাপ্রসূত। কোনো প্রমাণ ছাড়াই এরকম অভিযোগ আনা হয়েছে। ফেডারেশনের সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে কোনো অভিযোগই জমা পড়েনি। বাজাজের অভিযোগ সম্পূর্ণ অবমাননাকর। শুধু কুশল দাস-ই নন, সামগ্রিকভাবে ভারতের ফুটবল জগৎ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কিনের শেষ মুহূর্তের গোলে জুভেন্টাসের জয়