বিয়ে নয়, যেন ডব্লিউ ডব্লিউ রেসলিং!

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে কথা কাটাকাটি হতে পারে। সেখান থেকে হতে পারে মারামারিও। কিন্তু পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানে যা হলো, তা রীতিমতো ডব্লিউ ডব্লিউ ইর রেসলিং। এরই মধ্যে এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ঘটনা ২৪ আগস্টের। এ নিয়ে এক্সে (টুইটারের নতুন নাম) ৬ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একে অপরকে চেয়ার ছুঁড়ে মারছেন খেতে আসা অতিথিরা।

ঘটনার শুরুতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে খেতে বসেছেন অতিথিরা। বাজছে গান। ওই সময় এক লোক এসে খাওয়ারত আরেক লোকের মাথায় হাত দিয়ে টুপি ফেলে দেন। এতে ওই লোক ক্ষেপে গেলে শুরু হয় হাতাহাতি। এরপর আশপাশের সবাই জড়িয়ে পড়েন মারামারিতে।

খাওয়াদাওয়ার জন্য নারী ও পুরুষদের আলাদা জায়গা করা হয়েছিল। মাঝে একটি পার্টিসান দেওয়া ছিল। মারামারি শুরুর পর সেই পার্টিশানও ভেঙে ফেলা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ভিডিও ভেরিফায়েড কিনা, তা জানা যায়নি।