Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন
    প্রযুক্তি ডেস্ক
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

    প্রযুক্তি ডেস্কShamim RezaSeptember 4, 20253 Mins Read
    Advertisement

    আব্দুল্লাহ আল মাকসুদ : চাইলে এখন মুহূর্তের মধ্যে নতুন ডেটা বা তথ্য তৈরি করা যায়। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তত বাড়ছে নতুন ডেটা তৈরির সুযোগ। স্মার্টফোনে এক ক্লিকে তোলা যায় নতুন ছবি। হাজারো ছবি, অডিও কিংবা টেক্সট বলতে গেলে বিনে পয়সায় তৈরি করা যায়। সফটওয়্যার রান করার সময় স্বয়ংক্রিয়ভাবেও তৈরি হয় প্রচুর ডেটা। সবমিলিয়ে ডেটার এখন কোনো অভাব নেই।

    File-Delete

    এতে একদিকে যেমন লাভ হয়েছে, তেমনি বিড়ম্বনাও কম তৈরি হয়নি। ডেটা উৎপাদন বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপ্রয়োজনীয় ডেটার পরিমাণ। কিন্তু ডেটা সংরক্ষণের জন্য যে মেমোরি চিপ ব্যবহার করা হয়, তার ধারণ ক্ষমতা এখনও পর্যন্ত সীমাবদ্ধ। তা ছাড়া, অনেক বেশি ডেটা বা তথ্য প্রক্রিয়াজাত করা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করা অনেক ব্যয়বহুল। ব্যক্তিগত পর্যায়ে তার অবশ্য দরকারও হয় না। এ সমস্যা সামাল দিতে প্রতিদিন অনেক ফাইল­­—­­যাকে বলা যায় ডেটার আধার—ডিলিট করি আমরা। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়। প্রশ্ন হলো, ডিলিট করা এসব ফাইল বা ডেটা যায় কোথায়?

    কম্পিউটারের ফাইলগুলো মূলত শূন্য ও একের সমাহার। অর্থাৎ বিভিন্ন ফাইল বা ডেটা কম্পিউটারের মেমোরি চিপে শূন্য ও এক দিয়ে তৈরি সংখ্যার মাধ্যমে সংরক্ষিত থাকে। মেমোরি চিপ আবার ভাগ করা থাকে ছোট ছোট বেশ কিছু অংশে। একেক অংশে থাকে এক বা একাধিক ফাইল। আমরা যখন কোনো ফাইল বা ডেটা ডিলিট করি, তখন মেমোরি চিপে তার স্থান পরিবর্তন হয়। কম্পিউটার বা মোবাইল ফোনের চেনা-জানা গন্ডির বাইরে মেমোরি চিপের অন্য কোনো স্থানে সরানো হয় ফাইলটি।

       

    বিষয়টা আরেকটু খুলে বলা যাক। মেমোরি চিপের অনেকগুলো অংশ। প্রত্যেকটা অংশকে একটা করে বাক্স ধরতে পারেন। প্রতিটা বাক্সে রয়েছে অনেকগুলো খোপ—ডেটা রাখার জায়গা। এর মধ্যে কিছু বাক্স আমাদের বা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। এই অংশটায় থাকা ডেটা বা ফাইলগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে ডেটা মানে, আগে যেমন বলেছি, পাশাপাশি লেখা অনেকগুলো এক ও শূন্য। এই এক ও শূন্যের সমাহারটি ডিলেট করে দিলেই কম্পিউটার সেটাকে সরিয়ে মেমোরি চিপের অন্য আরেকটি বাক্সের খোপে রাখে। এই বাক্সটা ব্যবহারকারী, অর্থাৎ আমরা দেখতে পাই না। ফলে আমরা আর ফাইলটি খুঁজে পাই না। ভাবি, হারিয়ে গেছে। আসলে হারায়নি। শুধু জায়গা বদল করেছে।

    তবে এই জায়গা বা বাক্সটা সীমাবদ্ধ। অর্থাৎ এতে খোপের সংখ্যা সসীম। তাই নতুন নতুন ডিলিট করা ফাইল এসে খোপ পূর্ণ হতে থাকে। কিন্তু যখন আর নতুন ডেটা রাখার মতো খোপ থাকে না? তখন কম্পিউটার যে খোপটায় অনেক আগে ডিলিট করা ডেটা রেখেছিল, সেখান থেকে ওই ডেটাটা সরিয়ে তাতে নতুন ডেটা বা ফাইল রাখে। তার মানে কিন্তু ডেটাটা হারিয়ে কোথাও চলে গেল না। এর মানে, শূন্য ও এক দিয়ে লেখা আগের সংখ্যাটিকে বদলে দিয়ে সে নতুন সংখ্যা লিখেছে, ব্যস!

    তবে ফাইলকে পুরোপুরি ডিলিট, অর্থাৎ মুছে ফেলাও সম্ভব। সে জন্য প্রয়োজন বিশেষ ডেটা ওয়াইপার সফটওয়্যার।
    সে জন্যই ডিলিট করা এসব ফাইলকে আবার চাইলে রিকভার, অর্থাৎ পুনরুদ্ধার করা যায়। এমনকি রিসাইকেল বিন থেকে ডিলিট করলেও পুনরুদ্ধার করা সম্ভব। যতদিন কম্পিউটার পারে, সেই যে আরেকটি বাক্সে রেখে দেয়, সেখান থেকে। তবে এ জন্য দরকার শক্তিশালী রিকভারি সফটওয়্যার।

    https://inews.zoombangla.com/pani-ar-dam-a-laxary-am/

    তবে ফাইলকে পুরোপুরি ডিলিট, অর্থাৎ মুছে ফেলাও সম্ভব। সে জন্য প্রয়োজন বিশেষ ডেটা ওয়াইপার সফটওয়্যার। সে ক্ষেত্রে সফটওয়্যারটি মেমোরি চিপে থাকা বাইনারি কোডের স্থান পরিবর্তন করার বদলে, শূন্য বা অর্থহীন কিছু মান বসিয়ে দেয়। ফাইলটিকে তখন আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। অনেকটা ক্লাসের বোর্ডে কোনোকিছু লিখে সেটা মুছে দেওয়ার মতো ব্যাপার। মুছে যাওয়া এসব ফাইলের জায়গায় আবার লেখা হয় নতুন ফাইলের কোড।

    লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা
    সূত্র: সায়েন্স ফোকাস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও করলে কেন কোথায় খুঁজে চলে ডিলিট পাওয়া প্রযুক্তি ফাইল ফাইল ডিলিট বিজ্ঞান যায়! যায়না
    Related Posts
    স্যামসাং ক্যামেরা স্ক্যান্ডাল

    স্যামসাং ক্যামেরা বিভাগে বড় পরিবর্তনের দাবিতে পিটিশন, ৪ হাজার স্বাক্ষর

    October 2, 2025
    M5 MacBook Pro

    FCC ফাইলিং-এ M5 MacBook Pro ও iPad Pro, Apple-এর লঞ্চ শিগ্রই

    October 2, 2025
    অত্যাবশ্যকীয় আইফোন অ্যাপ

    আইফোন ব্যবহারকারীদের জন্য ১২টি অপরিহার্য অ্যাপ

    October 2, 2025
    সর্বশেষ খবর
    Jake Browning

    Bengals Stand Firm with Jake Browning at Quarterback Amid Offensive Struggles

    বজ্রপাতে দুইজনের মৃত্যু

    যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ নিহত ২

    চড়া দামে বিক্রি

    চড়া দামে বাজারে মিষ্টি আলু, কেজি ২০০ টাকা

    ব্রেন টিউমারে আক্রান্ত

    ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

    বিস্ফোরণ

    কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

    সাক্ষাতের দাবি ভুয়া

    প্রধান উপদেষ্টার সঙ্গে সোনম ওয়াংচুকের সাম্প্রতিক সাক্ষাতের দাবি ভুয়া: প্রেস উইং

    Trump military training in US cities

    Fact Check: Did Trump say government shutdowns ‘fall on the president’s lack of leadership’?

    বাড়তি ট্যারিফ

    স্থগিতের পর আবারও কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ

    নতুন কর্মসংস্থান সৃষ্টি

    ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির : আমীর খসরু

    Jacinda Jenkins cause of death

    Jacinda Jenkins Cause of Death: What Happened to the Kentucky TikTok Star

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.