Advertisement
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশ শিগগিরই একই ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা নিউইয়র্কে একত্র হচ্ছেন। সেখানে গাজা যুদ্ধ বন্ধে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোনোর জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দেয় ইসরাইল। তবে এ পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ স্বীকৃতিকে ‘সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার’ বলে মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।