স্পোর্টস ডেস্ক : নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার সাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সামনে রেখে ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন লেখা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দোয়া চেয়েছেন।
লিখেছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ে সংগ্রামী জীবন যাপনের কথা। স্বপ্নসারথির জন্য আজকের ম্যাচটি জিততে চান।
সানজিদা আক্তারের বাড়ি ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন।তার লেখাটা তুলে ধরা হলো—
‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সব স্বপ্নসারথির জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।
পাহাড়ের কাছাকাছি স্থানে বাড়ি আমার। পাহাড়ি ভাইবোনদের লড়াকু মানসিকতা, গ্রামবাংলার দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের হার না মানা জীবনের প্রতি পরতে খুব কাছ থেকে দেখা আমার। ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়ব এমন নয়, ১১ জনের যোদ্ধাদল মাঠে থাকবে, যে দলের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে।
আমরা জীবন যুদ্ধেই লড়ে অভ্যস্ত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব। জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে বিশ্বাস রাখুন— আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’
পাকিস্তানে ভাই আরিয়ান পেলেন গার্লফেন্ড, বোন সুহানা পেলেন যমজকে
সানজিদার চমৎকার এই লেখা আবেগ সৃষ্টি করেছে ফুটবলভক্তদের মনে। নিজের গ্রামের বাড়ি ধোবাউড়া উপজেলার ভক্তসমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। শুভ কামনা জানিয়ে পোস্ট করেছেন অনেকে, লিখছেন আমাদের গর্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।