অবশেষে লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

নাইম

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় কিউই টপ অর্ডার। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। এর পর দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যায়। আজ ব্যাটিংয়ে নেমে অবশেষে ১৮০ রানে থামলেন কিইউরা। প্রথম ইনিংসে ৮ রানের লিড পেয়েছেন কিউইরা।

নাইম

তবে দুপুর ১২টায় খেলা শুরুর পর কিউইদের ষষ্ঠ উইকেট তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। প্রথমে মিচেলকে ফেরানোর পর স্যান্টনারকেও ফিরিয়েছেন নাইম হাসান। তবে এরপর যেন জ্বলে উঠে কিউই ব্যাটিং। গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝোড় ইনিংসে লিড নিয়েই প্রথম দিনের খেলা শেষ করেছেন সফরকারীরা।

আজ খেলা শুরু হওয়ার পর কিউইদের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে এ দুজন খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি দলকে। নাইম হাসানের বলে উড়িয়ে মেরেছিলেন মিচেল। তবে দুর্দান্ত এক ক্যাচে মুঠোবন্দি করেন মেহেদী মিরাজ।

এর পর ক্রিজে ফিলিপসের সঙ্গী হন মিচেল স্যান্টনার। তবে তিনিও আজ ইনিংস বড় করতে পারেননি। নাইমের বলেই স্লিপে অধিনায়ক শান্তর মুঠোবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি। এদিকে এক প্রান্তে উইকেট হারালেও অপরপ্রান্তে থাকা ফিলিপস আজ দ্রুত দলের রান বাড়িয়েছেন।

স্যান্টনার ফেরার পর ক্রিজে ফিলিপসের সঙ্গী হন কাইল জেমিসনকে। এই টেইলএন্ডার ব্যাটারকে নিয়ে স্কোরবোর্ডে দ্রুত ৫৫ রান যোগ করেন ফিলিপস। টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে দ্রুত রানের চাকা ঘোরান তিনি। জেমিসন ফেরার পর টিম সাউদির সঙ্গেও তিনি গড়েন ২৮ রানের জুটি। ফলে বাংলাদেশের ১৭২ রান টপকে সহজের লিড পায় সফরকারীরা।

দুই ম্যাচ নিষিদ্ধ দোন্নারুম্মা

তবে লিড পেলেও তা এক অঙ্কের উপরে নিয়ে যেতে পারেননি ফিলিপস। ৭২ বলে ৮৭ রান করার পর শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি। ফলে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ৮ রানে এগিয়ে থেকে ১৮০ রানেই অলআউট হয়।

প্রথম ইনিংসে স্কোর
বাংলাদেশ- ১৭২ ( অলআউট)

নিউজিল্যান্ড- ১৮০ (অলআউট)

নিউজিল্যান্ড এগিয়ে ৮ রানে।