জুমবাংলা ডেস্ক : দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে কিছুদিন ধরেই আকরিক লোহার দাম বাড়ছিল। গত শুক্রবার তা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। অবশেষে সোমবার (১৭ জুলাই) গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ধুঁকতে থাকা সম্পত্তি খাতে আরও প্রণোদনার আশা করছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে চীনের অর্থনীতি নিয়ে মিশ্র উপাত্ত পেয়েছেন তারা। এতে আকরিক লোহার মূল্য হ্রাস পেয়েছে।
এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৮৩৫ দশমিক ৫ ইউয়ান বা ১১৬ ডলার ৬২ সেন্টে।
আগের কার্যদিবসে ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছিল বেঞ্চমার্কটি। বিগত ৪ মাসের মধ্যে তা সর্বোচ্চে উঠেছিল।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী আগস্টের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৬ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১১২ ডলার ৪ সেন্টে।
আগের দিন বেঞ্চমার্কটির দাম অনেক ঊর্ধ্বগামী ছিল। গত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চে উঠেছিল। এ নিয়ে টানা ৪ কার্যদিবসে দর বেড়েছিল।
গত জুনে মে মাসের তুলনায় সম্পত্তি বিক্রি কমেছে। পাশাপাশি এ খাতে বিনিয়োগও হ্রাস পেয়েছে। স্বাভাবিকভাবেই আকরিক লোহার দর কম থেকেছে। তবে সরকারি সহায়তা পেলে কঠিন ধাতুটির দাম বৃদ্ধি পেতে পারে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে এএনজেড রিসার্চ জানিয়েছে, যেকোনো প্রণোদনায় লৌহ আকরিকের চাহিদা বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।