জুমবাংলা ডেস্ক : অবশেষে রংপুর মেডিকেল কলেজকে (রমেক) বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রতীক্ষার পর একটি আধুনিক, যুগোপযোগী মেডিকেল বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি সাবেক বাণিজ্যমন্ত্রী ও রংপুর কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য টিপু মুনশি রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার দেন। এ ছাড়া বিভিন্ন সভা-সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে ওই দাবির প্রতি সমর্থন জানানো হয় রংপুরের রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের পক্ষে।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের দপ্তর থেকেও একাধিকবার এ দাবির বিষয়টি নজরে আনা হয়। দীর্ঘদিন পর এই দাবি অনুমোদন করায় রংপুরের জনগণের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য টিপু মুনশি এ জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই অনুমোদনের পত্র ২৪ এপ্রিল রংপুর জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছেছে। বর্তমান রংপুর মেডিকেল কলেজকে (রমেক) বিশ্ববিদ্যালয় অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ফাইল স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হলে এই অঞ্চলে চিকিৎসা শাস্ত্র ও সেবার নতুন দুয়ার উন্মোচিত হবে।
রংপুর মেডিকেল কলেজ ১৯৭০ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়। এটি রংপুর নগরীর ধাপ এলাকার কেন্দ্রীয় কারাগারের বিপরীতে অবস্থিত। মূল ক্যাম্পাস এবং হাসপাতালের আয়তন প্রায় ৬৫ একর। আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিল ৫০ জন। ১৯৭৬ সালের ১৯ মার্চ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন রংপুর বিভাগের ৮ জেলা থেকে ৩ হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। শুধু তাই নয় রংপুর মেডিকেল কলেজে ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপের শিক্ষার্থীরাও লেখাপড়া করেন।
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কর্মস্থল ঢাকা
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সুপারিশ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দিয়েছেন। অনুমোদনের চিঠি ২৪ এপ্রিল আমার হাতে পৌঁছেছে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।