বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনে ইতিমধ্যেই ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে। অনুমান, তার সঙ্গে ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের মিল থাকবে। অপো সংস্থা আগেই জানিয়েছিল যে ভারতে তাদের নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে।
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ- এই ফোন লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি লঞ্চ হবে ভারতেও। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সময় অনুসারে গ্লোবাল ইভেন্ট অনূষ্ঠিত হবে সন্ধে ৮টা ৩০মিনিটে। ওপ্পো সংস্থার ইউটিউব এবং অন্যান্য সোশাল মিডিয়া চ্যানেলে এই লঞ্চ ইভেন্ট দেখা যাবে। চিনে ইতিমধ্যেই ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে। অনুমান, তার সঙ্গে ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের মিল থাকবে।
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন :
* চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে গ্লোবাল মডেল এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.0- এর সাহায্যে।
* ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি ৩.৬২ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।
* ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এছাড়াও ফোল্ডিং ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
* ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৪ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফেস আনলক টেকনোলজি থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে।
জানা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে থাকতে চলেছে একটি ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে এবং একটি ৩.৬২ ইঞ্চির কভার ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। Astral Black এবং Moonlit Purple- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।