বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পা দুটো, পা দুটো, আর ছোট হাত দুটো যেন ধারালো ছুরি! এশিয়ার বিভিন্ন উপকূলে এমনই ডাইনোসর ঘুরে বেড়াতো ১৫ কোটি ৪০ লাখ বছর আগে। সম্প্রতি লাইভ সায়েন্সের সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, এমন ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পেয়েছেন জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মার্কিন ও জাপানি গবেষকদের দাবি, প্রথম এই জীবাশ্ম পাওয়া গেছে এশিয়ার উপকূলে।
এনডিটিভির খবরে বলা হয়, জীবাশ্মটি একটি নতুন ডাইনোসরের প্রজাতি। গবেষকরা যার নাম দিয়েছেন প্যারালিথারাইজিনোসরাস জেপোনিসাস। সমীক্ষা অনুসারে, ডাইনোসরটি থেরিজিনোসর নামে পরিচিত একটি গোষ্ঠীর অন্তর্গত ছিল, দ্বিপদ ও তিন আঙুল বিশিষ্ট তৃণভোজী ডাইনোসর। এদের নখ ধারালো ছুরির মতো। তা দিয়েই এরা গাছপালা কাটা ও পশু শিকার করতো। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতো এরা, ওজন হতো তিন টন পর্যন্ত।
লাইভ সায়েন্সের গবেষক রয় এম হাফিংটন বলেছেন, ‘আগ্রাসনের মাধ্যম হিসেবে নয়, এই ধারালো নখকে খাদ্য অনুসন্ধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করত প্যারালিথেরিজিনোসরাস জেপোনিসাস। ঝোপঝাড় ও গাছকে তারা মুখে তুলে নিত।’
মূলত ২০০৮ সালে জাপানের হোক্কাইডোতে এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। গবেষকদের আরেকটি দল খুঁজে পেয়েছিল সেটি। আবিষ্কারের সময়, জীবাশ্মটি একটি কংক্রিটে মোড়ানো ছিল, শক্ত হয়ে যাওয়া খনিজের মতো। আগে বিশ্বাস করা হয়েছিল যে এটি টেরিজিনোসরাসের অন্তর্গত।
কিন্তু তার প্রমাণ না মেলায় ফের গবেষণা শুরু হয়। বিজ্ঞানীরা আবার জীবাশ্মটি দেখার সিদ্ধান্ত নেন। তাদের বিশ্লেষণের ওপর ভিত্তি করে, নতুন গবেষণার লেখকরা উপসংহারে পৌঁছেছেন যে জীবাশ্মটি একটি টেরিজিনোসরাসের অন্তর্গত।
ইউটিউবের প্রথম ভিডিওতে ছিলেন একজন বাংলাদেশি, জানুন অজানা তথ্য
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।