আন্তর্জাতিক ডেস্ক : কানাডা যাওয়ার খরচ কত জানতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে জানতে পারবেন কানাডা যেতে কত টাকা লাগে। উন্নত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম একটি বৃহত্তম দেশ। প্রতিবছর লাখ লাখ মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে এই দেশে পাড়ি জমাচ্ছে।
তাদের কেউ হয়তো ওয়ার্ক পারমিটের আশায়, কেউ হয়তো পড়াশোনার উদ্দেশ্যে আবার কেউ হয়তো ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য যাচ্ছে। স্বপ্নের এই দেশে যেতে হলে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এছাড়া, কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে ধারণা রাখতে হবে।
অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হওয়ায় এই দেশে ভালো বেতনে কাজ করা যায় এবং ভালো মানের শিক্ষা অর্জন করা যায়। এছাড়া উন্নত চিকিৎসা ব্যবস্থা তো রয়েছেই।
কানাডা যাওয়ার সম্পূর্ণ খরচ নির্ভর করে কানাডা ভিসা ক্যাটাগরি এর উপর। ভিসা ক্যাটাগরি অনুযায়ী কানাডা ভিসা খরচ নির্ধারিত হবে। কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে সেগুলো হলো- কানাডা কৃষি ভিসা, টুরিস্ট ভিসা, জব ভিসা/ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা। এসব ক্যাটাগরিতেই মানুষ সবচেয়ে বেশি কানাডা ভিসার জন্য আবেদন করে থাকে।
কানাডা টুরিস্ট ভিসায় যেতে আপনার খরচ হবে ৪ লাখ টাকা, স্টুডেন্ট ভিসায় ৫ লাখ, ওয়ার্ক পারমিট ভিসা ১২ লাখ, কৃষি ভিসায় ৮ লাখ। তবে ডলারের মূল্য অনুযায়ী টাকার পরিমান বাড়তেও পারে।
কানাডা যেতে যেসব ডকুমেন্টস লাগে-
১. পাসপোর্ট
২. ভিসা আবেদন ফর্ম
৩. ভিসা ফি
৪. অভিবাসন ইচ্ছাপত্র
৫. জাতীয় পরিচয়পত্র
৬. ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
৭. পাসপোর্ট সাইজের ছবি
৮. প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, কর্মসংস্থান সনদ, বা বিনিয়োগের প্রমাণ)
৯. মেডিকেল সার্টিফিকেট
১০. পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।