বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ফোন হ্যাক হয়েছে, নাকি তাতে স্পাইওয়্যার ইনস্টল করে আড়ি পাতা হচ্ছে, তা বোঝার সবথেকে ভালো উপায় হল ফোনের ব্যাটারির চরিত্র খতিয়ে দেখা। আপনি যদি ঘনঘন ফোন চার্জ করেন, তার পরেও দেখেন ব্যাটারি আগের থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে তাতে ম্যালওয়্যার বা ভুয়ো অ্যাপস রয়েছে।
বেশিক্ষণ ফোন ব্যবহার করলে তা গরম হয়ে যায়। গেম খেলা, সিনেমা দেখা এ সবও ফোন গরম হওয়ার অন্যতম কারণ। কিন্তু কিছু না করেও যদি ফোন গরম হয়, তা হলে বুঝতে হবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। অনেক সময়ে দেখবেন, আপনার ফোন অদ্ভুত কাজকর্ম করছে। যেমন, অ্যাপগুলি খুব দ্রুততার সঙ্গে ক্র্যাশ করছে, লোড হতে অতিরিক্ত সময় নিচ্ছে, কখনও আবার লোডই হচ্ছে না। ব্যবহারকারীর ইনপুট ছাড়াই বারবার রিবুট, শাটডাউন হচ্ছে।
এই সব হতে থাকলে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ডে কোনও প্রসেস চলছে, তা খুব সম্ভবত কোনও ম্যালওয়্যার। যদি দেখেন হুট করে আপনার স্মার্টফোন স্লো হয়ে গিয়েছে, যে অ্যাপই খুলতে যাচ্ছেন, তা আটকে যাচ্ছে বা আপনার ব্যাটারি পাওয়ারও বেশ ভালোভাবেই প্রভাবিত, বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার চালু আছে। মানুষ অনেক সময়ে ভুলে যান, কী অ্যাপ তাঁরা ডাউনলোড করে রেখেছিলেন আর কী অ্যাপ ফোনে রয়েছে।
বিশেষ ছাড় সহ পাওয়া যাচ্ছে Samsung Galaxy A54 5G, জেনে নিন বিস্তারিত
ফোনের সেই সব অ্যাপ ডিলিট করুন, যেগুলিকে স্পাইওয়্যার বলে মনে করছেন। সব সময়ে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন। যদি দেখেন, মোবাইল ডেটা ইউসেজ অনেক বেড়ে গিয়েছে, বুঝবেন গণ্ডগোল আছে। ম্যালিশিয়াস অ্যাপ বা সফটওয়্যার মোবাইল ডেটা অনেক বেশি খরচ করাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।