ছবিটি জুম করে বলুন আপেলের ছবিগুলোতে কোনটি আলাদা? বলতে পারলে আপনি জিনিয়াস

Apple

জুমবাংলা ডেস্ক : সময় মাত্র চার সেকেন্ড। তার মধ্যেই খুঁজে বার করতে হবে ওই অন্যরকম অ্যাপল পাই। আপনাদারে সুবিধার জন্য অবশ্য একটি ‘ক্লু’ দেওয়া যেতে পারে।

Apple

আপেল দিয়ে তৈরি মিষ্টি পদ। নাম অ্যাপল পাই। ছবিতে সার সার তেমন অ্যাপল পাই দৃশ্যমান। কিন্তু নজর যাঁদের তীক্ষ্ণ তাঁরা চট করে ধরে ফেলতে পারবেন এই আপেলের মিষ্টি পদের ভিড়ে একটু অন্যরকম এক খানা অ্যাপল পাই আছে। সেটিকেই খুঁজে বার করতে হবে।

সময় মাত্র চার সেকেন্ড। তার মধ্যেই খুঁজে বার করতে হবে ওই অন্যরকম অ্যাপল পাই। আপনাদারে সুবিধার জন্য অবশ্য একটি ‘ক্লু’ দেওয়া যেতে পারে।

ওই বিশেষ অ্যাপল পাইয়ের সজ্জা একটু অন্যরকম।

আপেল

বাকি গুলির মাথায় ছোট্ট ছোট্ট আপেল বসানো থাকলেও এটির মাথায় আপেল নয়, বসানো আছে দু’টি টুকটুকে লাল চেরি ফল।

বিরল ঘটনা, থাইল্যান্ডে যমজ হাতির জন্ম

এ বার কি খুঁজে পেলেন? চার সেকেন্ড সময় কিন্তু পেরিয়ে গিয়েছে।