বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন এক সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিক সাগরে সন্ধান মেলা ওই প্রাণীর আকার অনেকটা স্ট্রবেরির মতো, রয়েছে ২০টি হাত।
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর দাবি, তারা একাধিক গবেষণার পর নতুন এই সামুদ্রিক প্রজাতির প্রাণীর বিষয়ে নিশ্চিত হয়েছেন। এর নাম দেওয়া হয়েছে অ্যান্টার্কটিক স্ট্রবেরি ফেদার। এর ২০টি বাহু আছে এবং এর রং বেগুণী থেকে গাঢ় লাল হতে পারে।
ইনভার্টিব্রেট সিস্টেম্যাটিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১৭ সালে পর্যন্ত অ্যান্টার্কটিক সাগরে বিজ্ঞানীরা গবেষণা চালান। সেখান থেকে প্রোমাচোক্রিনাস প্রজাতির ‘অদ্ভূত’ দর্শনের সামুদ্রিক প্রাণী সংগ্রহ করতে থাকেন তারা। কেউ কেউ একে অ্যান্টার্কটিক ফেদার স্টার্স নামেও অভিহিত করে।
গবেষণা দলটি বিশ্বের অন্যান্য অঞ্চল থেকেও নমুনা সংগ্রহ করতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সিপেল উপকূল, দিয়েগো রামিরেজ ও প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। সব মিলে মোট সাতটি নতুন প্রজাতি চিহ্নিত করতে সক্ষম হন তারা।
এই প্রজাতির বৈজ্ঞানিক নাম প্রোমাচোক্রিনাস ফ্র্যাগারিয়াস। ফ্র্যাগারিয়াস শব্দটি লাতিন শব্দ ফ্রাগরাম থেকে এসেছে। যার অর্থ স্ট্রবেরি।
গবেষকরা বলছেন, এই প্রাণীগুলো পানির ৬৫ থেকে ১১৭০ মিটার গভীর পর্যন্ত থাকতে পারে। হঠাৎ করে দেখলে মনে হবো হয়তো কোনও এলিয়েন।
বিজ্ঞানীরা বলছেন, এই প্রাণীগুলো কোনও পরিবারের তা আবিষ্কার করতে আরো কিছুদিন সময় লাগবে। মলিকিউলার পর্যায়ে তথ্য সংগ্রহ করে তা নির্ধারণ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।