জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে ভোজ্যতেল মজুত নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে শিবপুরের কলেজ গেইট বাজার ও মদিনা অয়েল মিলের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি মামলায় মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।
জেলা প্রশাসন জানায়, বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে নরসিংদীর শিবপুরে সয়াবিন তেল, পিয়াজ নির্ধারিত মূল্যে থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অবৈধ মজুদ কারার কারণে উপজেলার কলেজ গেট বাজার ও মদিনা অয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শিবপুর কলেজ গেইট বাজারে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৬ টি মামলায় ৮ হাজার জরিমানা করা হয়।
এদিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের মদিনা অয়েল কোম্পানি লিমিটেড এ সয়াবিন তেল/ভোজ্যতেলের অননুমোদিত স্টক ও খোলা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অপর একটি মামলায় মদিনা অয়েল কোম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।