দ্বিতীয় ইনিংসে ফিরে ভালো লাগছে : পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অনেক চড়াই-উতরাইয়ের পর পরীমনি সংসার জীবন সমাপ্ত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। বিচ্ছেদ শেষে কাজের কথা ভাবছেন তিনি। প্রায় দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফের প্রত্যাবর্তন তার।

পরীমনি

রোববার ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

পরীমনি বলেন, এতদিন এ দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এ প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমনি। ‘ডোডোর গল্প’ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

ট্যাংকের মধ্যে ঝিনুক থেকে মুক্তা চাষ করে আয় মাসে তিন লক্ষ টাকা

সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।