গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবনে আগুন

Gazipur

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠে। এ সময় বিক্ষুব্ধরা থানা, কারাফটক, মেয়র ভবন, সাবেক এমপিসহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার (৫ আগস্ট) সকালে কর্মকর্তাসহ গাজীপুরের থানার সব পুলিশ পালিয়ে যায়।

Gazipur

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে দলে দলে গাজীপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তা নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয়। এক দল বিক্ষুব্ধ লোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুড়িয়ে দেয়।কোনাবাড়ী থানা,সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের বাসভবন ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকে হামলা চালায়। এ ছাড়া কাশিমপুরে বাবুল নামে এক মুক্তিযোদ্ধার বাসা বাড়ি দোকান এবং গ্যারেজে হামলা ও ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল একদল জনতা। কোনাবাড়ী, বাসন,গাছা, সদর মেট্রো থানার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাও ভাঙচুর হয়েছে।

এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবন,গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের বাড়িতে। মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্রও লুট করে নিয়ে যায় একদল যুবক।