এবার রাজধানীর ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। শুক্রবার (১ মার্চ) রাতে ওয়ারীর একটি ভবনের দোতলার রেস্টুরেন্টটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা।

ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারুল কবির জানান, রাত সোয়া ১০ টায় আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল। এপর্যন্ত হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে রেস্টুরেন্টের নাম জানা যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে।