জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যালয়টিতে আগুন লাগে।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম বলেন, “আজ সন্ধ্যায় হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান।”
শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিল। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।”
ইউএনও তাহমিনা আক্তার বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।