সাইফুল ইসলাম : মানিকগঞ্জের আরিচায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার পাইপ ও বয়া সংরক্ষণাগারে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত বিপুল পরিমাণ মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার বিকেল চারটার দিকে আরিচা পুরাতন টার্মিনালের উত্তর পাশে নির্মাণাধীন ড্রেজার পাইপ ও বয়া গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে গুদামের টিনশেড, ভেতরে নির্মিত ফ্রেমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম পুড়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে গুদামের ভেতরে শ্রমিকরা ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ পাশে রাখা ড্রেজিং পাইপ ও বয়ায় পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে গুদামে সংরক্ষিত প্লাস্টিক দ্রব্য ও দাহ্য বস্তু সরানোর চেষ্টা করেন। তবে বিশাল গুদামে থাকা বিপুল পরিমাণ মালপত্র সরিয়ে নেওয়ার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় গুদামের সামনের ফটকে দড়ি দিয়ে বাঁধা লোহার দরজা খুলে পড়লে স্থানীয় তিন ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. রাজিব বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আগুনের মূল কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক বিবরণ ও পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে।”
উল্লেখ্য, গত বছরের শেষের দিকেও আরিচা পুরাতন লঞ্চঘাটের দক্ষিণ পাশে সংরক্ষিত বিপুল সংখ্যক ড্রেজার পাইপ ও বয়ায় অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



