জুমবাংলা ডেস্ক : ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
এরপর শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকা কলেজের মূল প্রশাসনিক ভবন সংলগ্ন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে তাদের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিদ্যুৎ সঞ্চালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।