আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের উপকূলে প্রায় ৩০০ গাড়িসহ একটি জাহাজে আগুন লেগেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।
মঙ্গলবার রাতেপানামায় নিবন্ধিত ফ্রিম্যান্টল হাইওয়ে নামের জাহাজে আগুনের সূত্রপাত হয়। এই নৌযানটি জার্মানি থেকে মিশরের দিকে যাচ্ছিল।
এই দুর্ঘটনার সময় বেশ কয়েকজন নাবিক সাগরে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচান। ২৩ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
ডাচ কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকারী জাহাজগুলো আগুন নেভাতে পানি ছিটায়। তবে অতিরিক্ত পানি ছিটানোর কারণে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। জাহাজটির ভেসে যাওয়া এড়াতে একটি উদ্ধারকারী জাহাজের সাথে সেটিকে বেঁধে রাখা হয়।
ডাচ ডিপার্টমেন্ট অফ ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কসের মুখপাত্র এডউইন ভার্স্টিগ বলেছেন, ‘আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এটি নেভানো খুব কঠিন। সম্ভবত জাহাজটি যে মালামাল পরিবহন করছিলো সেগুলোর কারণে।’
কোস্টগার্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগুনের কারণ এখনও জানা যায়নি । তবে কোস্টগার্ডের একজন মুখপাত্র এর আগে বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এই আগুনের সূত্রপাত একটি বৈদ্যুতিক গাড়ির কারণে হয়েছিলো।
তারা আরও জানায়, ফ্রিম্যান্টল নামের জাহাজটি ব্রেমারহেভেন বন্দর থেকে ছেড়েছিল। জাহাজটিকে তার রুট থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং তা ডুবে যেতে পারে। আগুন যখন শুরু হয় তখন এটি ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) উত্তরে ছিল।
রয়টার্স জানায়, ধোঁয়া কারণে শ্বাস নিতে অসুবিধা হওয়ায় কিছু ভুক্তভোগীকে চিকিৎসার জন্য একটি হেলিকপ্টার দ্বারা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের মুখপাত্র এডউইন গ্রানম্যান বলেছেন, একটি দক্ষ উদ্ধারকারীর দল পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার চেষ্টা করছেন।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজী হয়নি শুই কিসেন কাইশার নামের ফ্রেম্যান্টলের পরিচালনাকারী জাপানি জাহাজ লিজিং কোম্পানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।