সিগারেট ধরাতে গিয়ে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

দিয়াশলাই থেকে অগ্নিকাণ্ড

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় দিয়াশলাই থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সজিব, রুবেল, মামুন মিয়া ও জাকারিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রুমের ভেতরে সবাই বসে থাকার সময় দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন জ্বালালে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পৌঁছনোর আগেই তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছে।

ভাগ্নেকে বিয়ে করতে অনশনে মামি