সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর প্রভাব বিবেচনায় ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস উড়ানো এবং সাউন্ড বক্স বন্ধে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিলেও সেসব উপেক্ষা করে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে।
মঙ্গলবার রাত ১২টা বাজার পর পরই মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে। মানিকগঞ্জ শহর, বেউথা, বান্দুটিয়া, সেওতা, দাশড়াসহ বিভিন্ন এলাকায় বহুতল ভবনের ছাদ ও রাস্তার মোড়ে মোড়ে নানা বয়সী নারী-পুরুষকে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা যায়।
এছাড়া, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলেও আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস উড়ানো এবং সাউন্ড বক্স বাজিয়ে নববর্ষ উদযাপন মানুষের দীর্ঘদিনের ট্রেন্ড। এবছর সরকার এসব বন্ধে নির্দেশনা দিয়েছে। সেটি বাস্তবায়নে সার্কেল এসপি স্যারসহ আমি এবং পুলিশের বিভিন্ন ফোস ফিল্ডে রয়েছি। আশপাশে যেসব জায়গায় সাউন্ড বক্স বাজানো হচ্ছিল সেগুলো বন্ধ করতে সক্ষম হয়েছি। তবে কেউ কেউ বহুতল ভবনের ছাদ ও রাস্তার মোড়ে মোড়ে আতশবাজি ও পটকা ফুটিয়েছে। আমরা সকলকে সচেতন করার চেষ্টা করেছি। এতকিছুর পরও কেউ আইন অমান্য করলে সেটি খুবই দু:খজনক।
উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফাটালে তা বিধিমালার ১৮ বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য।
শুক্রবার পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত আইনের ব্যত্যয় হলে বা ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড প্রদানের বিধান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।