বলিউড ইন্ডাস্ট্রি এখন এত বেশি এগিয়েছে যে ১০০ কোটির ক্লাবে পৌঁছতে না পারলে সেই ছবিকে কার্যত ফ্লপ বলেই ধরা হয়। আজকের ইন্ডাস্ট্রিতে ১০০০ কোটি, ২০০০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারে ভারতীয় ছবি। তবে ভারতের প্রথম ১০০ কোটির ক্লাবে পৌঁছানো ছবি কোনটি ছিল জানেন? জানলে অবাক হবেন আশির দশকে এমন একজন অভিনেত্রী ছিলেন যার ছবি এই রেকর্ড করেছিল।
আশির দশকের সময় ছবি ১০০ কোটি টাকা ব্যবসা করবে এমনটা যেন কল্পনার বাইরে ছিল। কারণ ওই সময় টিকিটের দাম ছিল খুবই কম। সেই জায়গায় দাঁড়িয়ে বাজেট মূল্যের থেকে বেশি আয় হলেই ছবি হিট হওয়ার খুশি উদযাপন করতেন নির্মাতারা। তখনকার সময়ে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী ও সত্যকিম যশপাল অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ ১০০ কোটির ক্লাবে পৌঁছে রেকর্ড করে ফেলে।
বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাবের অভিনেত্রী হিসেবে কিম এই রেকর্ড করেছিলেন। তবে তৎকালিনীর সময়ে কিন্তু রেখা, জয়াপ্রদা, শ্রীদেবী থেকে শুরু করে হেমা মালিনীদের মত সুপারহিট নায়িকারাও ছিলেন। কিন্তু তাদের মত প্রথম সারির নায়িকারাও জীবনে এমন নজির গড়তে পারেননি। সেই জায়গায় কিম তুলনামূলকভাবে কম জনপ্রিয় হয়েও এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন।
মডেলিং এবং বিভিন্ন পত্রিকাতে ফটোশুট করে কেরিয়ার শুরু করেন কিম। ডিস্কো ড্যান্সার ছবির আগে তাকে বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু মিঠুনের সঙ্গে কাজ করার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর নসিব, ফির ওহি রাত, বুলন্দির মত কিছু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ১৯৮০ সালে ড্যানি ডেনজংপার সঙ্গে কাজের সুবাদে তার পরিচয় হয়। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
ড্যানি এবং কিম একসঙ্গে লিভ ইন করতেন। কিন্তু কিমকে ছেড়ে ড্যানি সিকিম রাজবংশের মেয়ে গাওয়াকে বিয়ে করে নেন। কিম এই বিষয়টি মেনে নিতে পারেননি। তাদের ৭ বছরের সম্পর্ক আচমকাই ভেঙে দিয়ে ড্যানি তার মায়ের পছন্দমত মেয়েকে বিয়ে করেছিলেন। এদিকে কিম প্রেমে আঘাত পেয়ে ভেঙে পড়েন। যার প্রভাব পড়েছিল তার কেরিয়ারেও।
১৯৯৩ সালে কিম অভিনয় জগত থেকে দূরে সরে যান। বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাবের ছবির নায়িকা ছিলেন তিনি। ক্যামেরার আড়ালে চলে যাওয়ার পর তিনি আর কোনদিনও লাইমলাইটে আসেননি। বলিউড থেকে কার্য তো এখন উধাও হয়ে গিয়েছেন সত্যকিম। তার আর কোনও খোঁজ পাওয়া যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।