বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় ব্যাক্টেরিয়া ধ্বংসকারী নতুন ধরনের অ্যান্টিবায়োটিক উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে, এর মধ্য দিয়ে এআইয়ের নির্দেশনায় নতুন ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের দুয়ার খুলেছেন তাঁরা। গত বুধবার নেচার জার্নালে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
ব্যাক্টেরিয়া ক্রমেই বেশি করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার সমস্যার মধ্যে এটি একটি আশা জাগানিয়া খবর হতে পারে।
নেচারের গবেষণায় দাবি করা হয়েছে, নতুন অ্যান্টিবায়োটিকটি ‘মেথিসিলিন-রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস’ (এমআরএসএ) ও ‘ভ্যানকোমাইসিন-রেজিস্ট্যান্স অ্যান্টারোকক্কাস’ নামের দুটি ভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া ধ্বংসে কাজ করবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও মাস্যাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ব্রড ইনস্টিউিটের জেমস কলিন্স ল্যাবে একদল গবেষক ডিপ লার্নিং মডেলের সাহায্যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দেখতে এক কোটি ২০ লাখ রাসায়নিক যৌগের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান। পরবর্তী সময়ে তাঁরা ২৮৩টি আশাব্যঞ্জক যৌগ পরীক্ষা করে দেখতে পান কিছু যৌগ ‘মেথিসিলিন-রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস’ (এমআরএসএ) ও ‘ভ্যানকোমাইসিন-রেজিস্ট্যান্স অ্যান্টারোকক্কাস’ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। উল্লেখ্য, ডিপ লার্নিংয়ের আওতায় কৃত্রিম মস্তিষ্কের মতো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে তথ্য থেকে শিখতে পারে এবং ডাটা থেকে কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে পারে।
পরিষ্কারভাবে বর্ণিত প্রগ্রামিং ছাড়াই কাজ করে ডিপ লার্নিং।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া বিশ্বজুড়ে মানবস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে। প্রয়োজনে-অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহার এর অন্যতম কারণ। ২০১৯ সালের হিসাবে বিশ্বে ব্যাক্টেরিয়ার কারণে ১২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়।
কভিড মহামারির সময় এই পরিস্থিতি আরো শোচনীয় হয়। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে আগামী দশকে আরো বহু মানুষ প্রাণ হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমআরএসএ ব্যাক্টেরিয়ার কারণে ত্বকের মৃদু সংক্রমণ, রক্তে সংক্রমণ ও নিউমোনিয়া দেখা দিতে পারে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) তথ্যানুযায়ী, প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দেড় লাখ মানুষ এমআরএসএ সংক্রমণে আক্রান্ত হয়। এর মধ্যে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে মৃত্যুবরণ করে ৩৫ হাজার।
সূত্র: ইউরো নিউজ, সায়েন্টিফিক অ্যামেরিকান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।