জুমবাংলা ডেস্ক : ফের শাকিবের বাজিমাত। মুক্তির প্রথম দিনেই (১৫ নভেম্বর) রেকর্ড গড়ল তাঁর প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স চেইনে সাম্প্রতিক বছরে সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়ল এটি।
গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগ বাজেটের এই সিনেমার মুক্তি নিয়ে শাকিব-ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল। বিশেষ করে, যখন প্রচারণার শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান, এমন কিছুই পাচ্ছিলেন না, তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এবার মুক্তির পর পুরোই উল্টো চিত্র।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও সিনেমাটির নির্মাতা মামুনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এ বছর এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ।
সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। অন্যদিকে, গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’র টিকিট বিক্রি হয়েছিল ২৯ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়া শাকিবের ‘রাজকুমার’ ছবির প্রথম দিনের টিকিট বিক্রি ছিল ১২ লাখ টাকার বেশি।
এমন অভাবনীয় সাড়ায় অনন্য মামুন বললেন, ‘আশানুরূপ ভালো সাড়ি পাচ্ছি। সবার দোয়া চাই। আর এই সময়ে দেশের সিনেমা হলগুলোর জন্য এমন একটি সিনেমার দরকার ছিল। আমরা সেই ঝুঁকি নিয়েই দরদ মুক্তি দিয়েছি।’
প্রসঙ্গত, শুক্রবার দেশের ৮৩টি সিনেমা হলে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার ধাঁচের দরদ। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সিনেমাটি একইসঙ্গে আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।