প্রথম দিনেই কোটি রুপির টিকিট বিক্রি

টাইগার ৩

বিনোদন ডেস্ক : আগামী ১২ নভেম্বর ভারত-বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার ৩’। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হয়েছে ১ কোটি রুপিরও বেশি মূল্যের টিকিট।

টাইগার ৩

মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে রয়েছে ক্যাটরিনা কাইফ। তবে শাহরুখের ক্যামিওর খবর আগে জানা গেলেও সর্বশেষ হৃতিকের ক্যামিওর সংবাদটি সামনে আসে।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, ভারতের কয়েকটি শহরে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হয়েছে ৩৩ হাজারের বেশি টিকিট।

সিনেমাটির শো এর বিষয়ে জানা গেছে, ‘টাইগার ৩’ র প্রথম শো শুরু হবে ভারতজুড়ে সকাল ৭টায়। কিন্তু মুম্বাইয়ের মতো কিছু বড় শহরে প্রথম শো শুরু হবে ভোর ৬টায়।

মেয়ে দেখার জন্য অমিতাভ কলেজে যেয়ে যা করতেন

এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন আসছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমানভক্তরা। সিনেমাটিতে অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।