বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। সম্প্রতি নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন তারা। সিনেমার নাম ‘প্রেমকাব্য’। এটি নির্মাণ করবেন রাজু আহমেদ।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌ গণমাধ্যমকে জানান চরিত্রটি খুবই সুন্দর। সিনেমায় তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে চমক আছে।
সিনেমার একটি অংশ বাংলাদেশের আরেকটি লন্ডনের। এর আগে কখনো দ্বৈত চরিত্রে অভিনয় করেননি। এবারই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। চ্যালেঞ্জিং দুটি চরিত্রে তাকে দেখা যাবে। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
এদিকে নির্মাতা রাজু জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণ শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে। দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে।
আরও জানা যায়, টানা শুটিং শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এটি প্রযোজনা করছে ব্লু জিনজার মাল্টিমিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।