বিনোদন ডেস্ক : প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুইবার অস্কার জিতে নিয়েছেন রুথ ই কার্টার। পেশায় তিনি কস্টিউম ডিজাইনার। রুথ ই কার্টার মূলত মার্ভেলের সুপারহিরো সিরিজ ‘ব্ল্যাক প্যান্থারের’ কস্টিউম ডিজাইনার হিসেবে বিখ্যাত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য সেরা কস্টিউম ডিজাইনারের খেতাব জিতে নেন রুথ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মেরি জোফরেস। মেরি ব্যাবিলন সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।
২০১৯ সালে রুথ ই কার্টার প্রথমবার অস্কার জেতেন। সে বছরও তিনি ব্ল্যাক প্যান্থার সিরিজের প্রথম সিনেমা ব্ল্যাক প্যান্থারের জন্য সেরা কস্টিউম ডিজাইনারের খেতাব জেতেন। সেবারও তিনি একটি রেকর্ড গড়েন। প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কস্টিউম ডিজাইন ক্যাটাগরিতে সেরা হন তিনি।
এদিকে অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্র ক্যাটগরিতে পুরস্কার জিতে নিয়েছে, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট। দারুণ এ চলচ্চিত্রটি নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট জিতে নিয়েছেন সেরা পরিচালকের খেতাবও।
কেবল তাই নয়, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে আরও কয়েকটি পালক। এর মধ্যে এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫ত অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।
সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রীসহ আরও বেশ কয়েকটি পুরস্কার ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর ঘরে গেলেও সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন ‘দ্য মামি’ ট্রিলজির রিক খ্যাত অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।