বিনোদন ডেস্ক : দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে দিলেন আলিয়া ভাট। পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আজকের বলিউডের পয়লা নম্বর নায়িকা। কিন্তু প্রথম ছবিতে কত টাকা পান আলিয়া জানেন!
পরিচালক করণ জোহরের ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। ছবির নাম ছিল Student Of The Year। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে ডেবিউ করেন আলিয়া। ছবিতে বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবির অভিনয়ের জন্য আলিয়া প্রায় তিন মাস করা ডায়েট করেছিল।
সম্প্রতি আলিয়ার মা প্রকাশ্যে এনেছেন সেই সিক্রেট। এই ছবিতে তাঁর অভিনয় বেশ সমলোচিত হয়েছিল। তবে হাইওয়ে ছবির পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। তবে দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটিয়ে দিয়েছেন আলিয়া। অভিনেত্রীর পাশপাশি তিনি এখন প্রযোজকও বটে। আলিয়ার প্রযোজিত প্রথম ছবি হল ডার্লিংস।
এই মুহূর্তে নিজের জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করেতে চলেছেন আলিয়া। আলিয়া এতদিন ‘ডার্লিংসে’র প্রোমোশন নিয়ে ব্যস্ত ছিলেন। এবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রোমোশন শুরু করেছেন আলিয়া ও রণবীর। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি আলিয়া তাঁর উপার্জনের প্রথম টাকা মায়ের হাতে তুলে দেন।আলিয়া চেকটা দিয়ে নিজের মাকে বলেন, ‘মা, তুমি টাকা খরচ করো’। এখনও পর্যন্ত আমার টাকাপয়সা দেখাশোনা করেন আমার মা।’
আলিয়া ২০২২ এ বিয়ে করেছেন রণবীর কাপুরকে তারপর অন্তঃসত্ত্বা জানান অভিনেত্রী। বেবি বাম্প দেখে অনেকেই মনে করছেন আলিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এখন নতুন সদস্য আসার অপেক্ষায় দিনগুণছেন আলিয়া-রণবীর।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করেছেন আলিয়া। এছাড়াও হার্ট অফ স্টোন ছবির মাধ্যমে হলিউডে ডেবিউ করতে চলেছেন আলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।