বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান শাহরুখের প্রথম প্রেমিকার নাম জানার আগ্রহ কার নেই! তাই এবার সেই প্রেমিকার নাম জানতে শাহরুখকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন এক ভক্ত।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম টুইটারে ভক্তদের জন্য Ask SRK সেশন খোলেন শাহরুখ খান। সেখানে শাহরুখকে তার প্রথম প্রেমিকার নাম জিজ্ঞেস করেন এক ভক্ত। আর শাহরুখ খানও ফাঁস করে দেন প্রথম প্রেমিকার নাম।
টুইটারে এক ভক্ত লেখেন- ‘@iamsrk তোমার প্রথম প্রেমিকা কে?’ আর জবাবে অভিনেতা লেখেন- ‘আমার বউ গৌরী।’ আর কিং খানের এই জবাব মন কেড়ে নিয়েছে সবার।
এক কমন ফ্রেন্ডের বাড়ির পার্টিতে প্রথম দেখা হয় শাহরুখ ও গৌরীর। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরীর ১৪। তারপরই শুরু হয় দুজনের প্রেম। শাহরুখের ওপর রাগ করে গৌরী একবার সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। রাগ করে চলে এসেছিলেন মুম্বাই।
তবে কিং খান হার মানেননি। তিনিও গৌরীকে খুঁজতে চলে আসেন স্বপ্নের নগরীতে। সমুদ্রতটে খুঁজতে থাকেন। পকেটে মাত্র ৪০০ টাকা নিয়ে তিনি এক অটোচালককে অনুরোধ করেছিলেন তাকে যতগুলো সম্ভব বিচে নিয়ে যেতে। এরপর অবশেষে খুঁজে বের করেন ভালোবাসার মানুষকে। আর শুরু হয় দুজনের স্বপ্নের সফর।
এরপর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তিন ছেলেমেয়ে- আরিয়ান, সুহানা আর আব্রাহাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।