আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করে নতুন ইতিহাস গড়ল প্রতিবেশী দেশ চিন। তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকম-এর যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই অত্যাধুনিক পরিষেবা। হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ১০জি নেটওয়ার্ক নতুন দিগন্তের সূচনা করেছে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবায়।
১০জি বলতে বোঝানো হয়েছে ১০ গিগাবিট পার সেকেন্ড (Gbps) ডেটা ট্রান্সফার স্পিড। অর্থাৎ প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের গতি রীতিমতো রকেট গতির হয়ে উঠবে। হুয়াই ও চায়না ইউনিকম জানিয়েছে, এই নেটওয়ার্কের গতি ৯,৮৩৪ এমবিপিএস, যা বর্তমান সময়ে বিশ্বে অন্যতম দ্রুত।
এই উচ্চগতির পরিষেবা চালু হয়েছে উন্নত ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON) প্রযুক্তির মাধ্যমে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক এমন একটি প্রযুক্তি, যা প্রচলিত ফাইবার অপটিক কাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা পাঠাতে সক্ষম।
একাধিক রিপোর্টে জানানো হয়েছে, এই ১০জি নেটওয়ার্কে ফাইল আপলোডের গতি প্রায় ১,০০৮ এমবিপিএস, এবং নেটওয়ার্ক ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ড। ফলে বড়সড় ফাইল ডাউনলোডে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। যেমন, ১ জিবিপিএস সংযোগে যেখানে একটি ২০ জিবির ফুল এইচডি সিনেমা ডাউনলোডে ৭–১০ মিনিট সময় লাগে, সেখানে নতুন ১০জি ব্রডব্যান্ডে এটি সম্ভব হবে ২০ সেকেন্ডেরও কম সময়ে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই দ্রুত গতির নেটওয়ার্ক ভবিষ্যতের জন্য এক বিশাল পরিবর্তনের দিক নির্দেশ করছে। হাই রেজোলিউশনের ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং, এবং ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির মতো উচ্চ ব্যান্ডউইথ-নির্ভর অ্যাপ্লিকেশনের জন্য এই প্রযুক্তি এক নতুন দিগন্ত খুলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।