প্রথমবার ‘আব্বু’ ডাকলো রাজ্য, ভাইরাল ভিডিও

রাজ-পরী-রাজ্যে

বিনোদন ডেস্ক : চার মাস আগে বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। প্রথমবার রাজ্যের মুখে ‘আব্বু’ ডাক শুনে বেশ উচ্ছ্বসিত রাজ। বাবা-ছেলের সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন মা পরী।

রাজ-পরী-রাজ্যে

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, আজ রাজ্য প্রথমবার আব্বু ডাকলো!

পরী আরও লেখেন, তাদের (রাজ-রাজ্য) এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো ‘আব্বু’ ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের সঙ্গে শুয়ে আছেন রাজ। ছেলের মুখে ‘আব্বু’ ডাক শুনতে বারবার তাকে অনুরোধ করছেন তিনি। তার কণ্ঠে ব্যাকুলতা। অতঃপর ‘আব্বু’ ডাক শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন রাজ। এদিকে ক্যামেরার আড়াল থেকে ছেলের মুখে ‘মা’ ডাক শুনতে চান পরীমণি।

জ্যাকুলিনের বিরুদ্ধে কেন মামলা করলেন নোরা ফাতেহি

রাজ-পরী-রাজ্যের ভালোবাসাময় সেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। মাত্র আধা ঘণ্টায় ১১ হাজারের বেশি নেটিজেন ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ৮২ হাজারের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে।