জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন জাতীয় পার্টি (মঞ্জু)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-২ আসনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়েও পার হতে পারলেননা দক্ষিণাঞ্চলের এই নেতা।
এ আসন থেকে সাতবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া মঞ্জু এই প্রথমবার হারলেন। তিন উপজেলা নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৫৪৪ ভোট। আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬১ হাজার ৯৯৬ ভোট।
মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। একসময় তিনি আনোয়ার হোসেন মঞ্জুর পিএস (ব্যক্তিগত সহকারী) হিসেবেও কাজ করেছেন।
এই আসন থেকে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেন মহিউদ্দিন মহারাজ। অন্যদিকে পিরোজপুর-২ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ার হোসেন মঞ্জু। একাধিবার তিনি মন্ত্রী হয়েছেন। দীর্ঘদিন ছিলেন ক্ষমতার আসনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।